ডলফিন ক্লাবের মহান বিজয় দিবস উদযাপন

| শুক্রবার , ২০ ডিসেম্বর, ২০২৪ at ২:৩৮ অপরাহ্ণ

মুহুরী পাড়ার ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন ডলফিন ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠান আল জাবের ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়।

সকাল ৮ টায় ক্লাব সম্মুখে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কৃতি ছাত্র-ছাত্রী সংবর্ধনা (ওহাব ফাউন্ডেশনের সৌজন্যে) এবং সম্প্রতি ক্লাবে ভর্তিকৃত নতুন সদস্যদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সাংগঠনিক সম্পাদক এম জয়নাল আবেদিনের সঞ্চালনায় সংগঠনের সভাপতি ফিরোজ আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপদেষ্টা চেয়ারম্যান এডভোকেট মোঃ আলম প্রধান অতিথির বক্তব্যে ডলফিন ক্লাবের আয়োজনের ভুয়সী প্রশংসা করে বলেন- এমন আয়োজন আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানাতে সহায়ক ভূমিকা রাখবে । অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপদেষ্টা সচিব আলী আবছার, উপদেষ্টা মোঃ জহুরুল হক, মোঃ মহিউদ্দিন চৌধুরী , সহ সভাপতি এম.পারভেজ উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ ওয়াহিদ হালিম ইমন, বিজয় দিবস উদযাপন কমিটির আহবায়ক সহ-সভাপতি মোঃ ইউসুফ চৌধুরী বাবু , সচিব মোঃ আনিসুল ইসলাম, সমন্বয়ক মোঃ আরিফুর রহমান টিপু।

অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মোঃ মাহফুজুল হক, মোঃ ফরিদুল আলম, মোঃ শওকত, মোঃ মাসুদ পারভেজ, মোঃ ইলিয়াস রেজা মুরাদ,অর্থ সম্পাদক মোঃ ওসমান গনি সাগর, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ ইসফাক হোসেন সাদ্দাম, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম শান্ত, প্রচার সম্পাদক মোঃ দিদারুল আলম, কার্যকরী সদস্য হামিম ইবনে হোসাইন, কামরুদ্দিন নুরাদ, সাব্বির আহমেদ নিশান, মোঃ রিদোয়ান আহমেদ শাহেদ, মোঃ দেলোয়ার হোসেন, সদস্য মোঃ সরওয়ার হোসেন, মোঃ হাসান মুরাদ, মোঃ নজরুল ইসলাম তৌসিফ, মোঃ খালেদ, মোঃ হাসান, মোঃ শহীদুল ইসলাম, মোঃ বোরহান উদ্দীন সাদমান, মোঃ মাহবুব প্রমুখ।

অনুষ্ঠানে সম্প্রতি ভর্তি হওয়া ক্লাবের নতুন সদস্যদের সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে বরণ করে নেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধজাকেরের ঝড় আর রিশাদের ঘূর্ণিতে হোয়াইট ওয়াশ ওয়েস্ট ইন্ডিজ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৩