ডলফিন ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা

| মঙ্গলবার , ২৩ মে, ২০২৩ at ৭:৪৯ পূর্বাহ্ণ

উত্তর আগ্রাবাদ মুহুরী পাড়ার সংগঠন ডলফিন ক্লাবের সাধারণ সভা গত ১৯ মে আল জাবের ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ফিরোজ আহমেদের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক এম.জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দ্বিবার্ষিক প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক মো. ইস্কান্দার মির্জা এবং সম্রাট শাহরিয়ার দ্বিবার্ষিক হিসাব উপস্থাপন করেন। বক্তব্য রাখেন আলহাজ্ব আবুল কালাম, আবু নাসের, মো. জহুরুল হক, হাজী মো. ইলিয়াস, ডা. মো. জাকির হোসাইন, মো. আকবর হোসেন, আব্দুল লতিফ, মো. মাহফুজুল হক, হাজী মো. শাহ আলম, আলী আবছার, মো. দিদারুল ইসলাম, মো. ইউসুফ চৌধুরী বাবু, মো. ওয়াহিদ হালিম ইমন, মো. আশরাফ, মো. সাগীর আহমেদ, এম.পারভেজ উদ্দিন, মো. সাহেদুল ইসলাম প্রমুখ। সভায় ক্লাবের দ্বিবার্ষিক প্রতিবেদন ও আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয় যা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহতদরিদ্রদের জীবনমান উন্নয়নে কাজ করবে চসিক, এডিবি, ইউএনডিপি
পরবর্তী নিবন্ধছয় জনের বিরুদ্ধে চবি ছাত্রলীগ সভাপতির মামলা