ডবলমুরিংয়ে মোটর সাইকেলের ধাক্কায় মহিলা নিহত

আজাদী প্রতিবেদন | শনিবার , ৫ জুন, ২০২১ at ৭:২৫ পূর্বাহ্ণ

নগরীর ডবলমুরিং থানাধীন বার কোয়ার্টার এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় ৪০ বছর বয়সী এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলাব্রত বড়ুয়া আজাদীকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ইকবাল নামের এক ব্যক্তি অজ্ঞাত ওই নারীকে গুরুতর আহত অবস্থায় নিয়ে আসে।
এক পর্যায়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এখনো পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে ক্রেতার কাছে পৌঁছার আগে অস্ত্রসহ যুবক আটক
পরবর্তী নিবন্ধসরকার ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়ন দাবি