ডবলমুরিংয়ে ডোবায় মিলল অজ্ঞাত কিশোরীর লাশ

| সোমবার , ২১ জুলাই, ২০২৫ at ৭:৪১ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং ঝর্ণাপাড়ার জোড় ডেবা থেকে মাথা ও হাতবিহীন অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২০ জুলাই) বিকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ জানায়, স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বলেন, লাশটি পচে গেছে। তাই ধারণা করা হচ্ছে লাশটি ১০-১৫ দিন ধরে পানিতে ছিলো। পরিচয় শনাক্তে কাজ করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধউত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ৬
পরবর্তী নিবন্ধপতেঙ্গায় দেবরের হাতে ভাবি খুন, মূল হোতাসহ গ্রেফতার ২