ড. সুনন্দা বড়ুয়া

| মঙ্গলবার , ৫ অক্টোবর, ২০২১ at ৫:৫১ পূর্বাহ্ণ

সাহিত্যিক, অধ্যাপিকা ড. সুনন্দা বড়ুয়া (৭৪) গত ২ অক্টোবর সকাল ৫টায় ঢাকার ধানমন্ডিস্থ একটি হাসপাতালে পরলোকগমন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়বেটিস, কিডনি জটিলতায় চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি তিন কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। ঐদিন সকালে ঢাকার বাড্ডাস্থ বৌদ্ধ বিহারে তাঁর প্রথম আনুষ্ঠানিক প্রার্থনা অনুষ্ঠিত হয়। পরে উত্তরাস্থ বৌদ্ধ বিহার এবং আশুলিয়াস্থ বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল বুধবার এ উপলক্ষে আশুলিয়াস্থ বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রে অষ্টপরিষ্কার দান অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় পালি সাহিত্য ও সংস্কৃতি বিভাগের প্রতিষ্ঠাতা প্রয়াত অধ্যাপক ড. রবীন্দ্র বিজয় বড়ুয়ার সহধর্মিণী ড. সুনন্দা বড়ুয়া ১৯৪৭ সালের ১ এপ্রিল চন্দনাইশের সাতবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামকে বাঁচানোর জন্য সিআরবি রক্ষার আন্দোলন
পরবর্তী নিবন্ধবরকলে বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের অভিষেক