অধ্যাপক ড. মঈনুদ্দিন আহমেদ খান ছিলেন ব্রিটিশবিরোধী আন্দোলনের ইতিহাস রচনায় ভারতীয় উপমহাদেশে অগ্রগামী মনীষী। তিনি রচনায় করেছেন ‘হিস্ট্রি অব দি ফরায়েজী মুভমেন্ট ইন বেঙ্গল’ এবং ‘তিতুমীর অ্যান্ড হিজ ফলোয়ারস ইন ব্রিটিশ ইন্ডিয়ান রেকর্ডস’ নামে ঐতিহাসিক কালজয়ী গ্রন্থ। তাঁর মৌলিক গবেষণা গ্রন্থগুলো নবপ্রজন্মকে ইতিহাসের সঠিক সন্ধান দেবে। ড. মঈনুদ্দিন আহমেদ খান গবেষণা গ্রন্থ প্রণয়নে কালজয়ী হয়ে থাকবেন। গত ২৮ মে চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের উদ্যোগে প্রফেসর ড. মঈনুদ্দিন আহমেদ খান স্মরণে ওয়েবিনারে শোকসভায় আলোচকরা এসব কথা বলেন। চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি সোহেল মো. ফখরুদ-দীনের সভাপতিত্বে ও সঞ্চালনায় এই ওয়েবিনার বক্তব্য দেন, প্রাবন্ধিক নিযামুদ্দিন, চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি লায়ন শওকত আলী নূর, অধ্যাপক রায়হান আজাদ, মোহাম্মদ আবদুর রহিম, অধ্যক্ষ ইউনুচ কুতুবী, মোহাম্মদ শফিউল আলম, কবি শাহানুর আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












