ড. ইউনূসকে নিয়ে বিবৃতি কি শ্রমিক ঠকানোর জন্য

তথ্যমন্ত্রীর প্রশ্ন

| মঙ্গলবার , ২৯ আগস্ট, ২০২৩ at ১০:২২ পূর্বাহ্ণ

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিচার চলার মধ্যে তাকে হয়রানি করা হচ্ছে বলে যে বিবৃতি এসেছে, সেটির সমালোচনা করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেছেন, ৩৪ জন বুদ্ধিজীবীকে বলতে চাই আপনারা যে বিবৃতি দিলেন, শ্রমিকদের পক্ষে আপনাদের কোনো বক্তব্য নাই কেন? ১২০০ কোটি টাকা শ্রমিকদের পাওনা ছিল, সেই পাওনা না দিয়ে সেটা জালিয়াতির মাধ্যমে কমিয়ে ৪০০ কোটি টাকা করা হল। আর আপনারা সেটার পক্ষে বিবৃতি দিলেন। আপনাদের বুদ্ধিটা কি এখানে লোপ পেয়েছে, না কি বুদ্ধি খাটিয়ে শ্রমিকদের ঠকানোর জন্য বিবৃতিটা দিয়েছেনএটি হচ্ছে আমার প্রশ্ন। জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল সোমবার ঢাকার পান্থপথে টেলিভিশন ক্যামেরাজার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ) আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। খবর বিডিনিউজের।

তথ্যমন্ত্রী বলেন, . ইউনূস সাহেবের প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে চাই, কেন না তিনি একজন জ্যেষ্ঠ নাগরিক এবং নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি শ্রমিকের পাওনা বুঝিয়ে দেন নাই। তার প্রতিষ্ঠানে শ্রমিকদের দেওয়ার কথা ছিল ৫ শতাংশ, যা ১২০০ কোটি টাকার বেশি। সেই ১২০০ কোটি টাকাকে জালিয়াতির মাধ্যমে ঘুষ দিয়ে ৪০০ কোটি টাকা করা হয় এবং সেটাও তিনি দেন নাই। এজন্য মামলা হয়েছে, তারপর জরিমানা হয়েছে। এখন মামলা বিচারাধীন। টিসিএ সভাপতি শেখ মাহাবুব আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল হক জীবনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য এনামুল হক, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব শাকিল আহমেদ।

পূর্ববর্তী নিবন্ধগবেষণার মাধ্যমে সমাজে রূপান্তর ঘটে
পরবর্তী নিবন্ধবিএনপি ক্ষমতায় এলে রক্তের বন্যা বইয়ে দেবে : কাদের