ঠিকাদার পলাতক, বছর ধরে পড়ে আছে নির্মাণাধীন মাদরাসা ভবন

রাউজান প্রতিনিধি | শনিবার , ২৪ মে, ২০২৫ at ৭:৩৭ পূর্বাহ্ণ

রাউজানের হলদিয়া ইউনিয়নের গর্জনীয়া রহমানীয়া ফাজিল মাদরাসার একটি ভবন নির্মাণ কাজ অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে এক বছরের বেশি সময় ধরে। নির্মাণ কাজে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার এলাকা থেকে পালিয়ে যাওয়ায় ভবনটি অসমাপ্ত অবস্থায় রয়েছে। আগের মাদরাসা ভবনে শিক্ষার্থীদের জন্য স্থান সংকুলন না হওয়ায় শ্রেণী কার্যক্রমে ব্যাঘাত ঘটছে।

জানা যায়, পাঁচ শতাধিক শিক্ষার্থীর এই প্রতিষ্ঠানে শ্রেণীকক্ষের অপ্রতুলতায় শিক্ষাক্রম বিঘ্নিত হওয়ায় ২০২২ সালে মাদরাসায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নতুন ভবনটি নির্মাণের উদ্যোগ নিয়ে ঠেন্ডার আহ্বান করেছিল। ওই সময় ভবনটি নির্মাণের দায়িত্ব পেয়েছিল চৌধুরী এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।

মাদরাসার প্রিন্সিপাল মাওলানা কারী আবু তৈয়ব হামিদী বলেন, নতুন ভবনটি নির্মাণের জন্য জায়গা করে দেয়া হয়েছিল শিক্ষার্থীদের ক্লাস নেয়ার একটি টিন শেড ঘর ভেঙে। কথা ছিল নতুন ভবনটি নির্ধারিত সময়ে শেষ করার। ঠিকাদারের এমন আশ্বাসে টিনশেড ঘরটি ভেঙে দেয়ার পর আমরা পুরাতন ভবনে গাদাগাদি করে শিক্ষার্থীদের বসিয়ে ক্লাস নিয়ে আসছি। গত এক বছর ধরে এই পরিবেশে ক্লাস নিতে গিয়ে চরম সংকটের মধ্যে পড়েছি। তিনি অভিযোগ করে বলেন, কার্যাদেশ পেয়ে ঠিকাদার প্রতিষ্ঠান বিলম্বে কাজ শুরু করেছিল। কম শ্রমিক দিয়ে কাজ করার মাঝে মেয়াদ শেষ করে আবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে মেয়াদ বাড়িয়ে নিলেও অসমাপ্ত কাজে আর হাত দেয়নি। বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের দুর্ভোগের বিষয়টি লিখিত আকারে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে জানিয়েছেন বলে জানান মাদরাসা প্রিন্সিপাল।

জানা যায়, এই মাদরাসা ভবন নির্মাণে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার চৌধুরী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রাউজান ডাবুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন চৌধুরী। চৌধুরী এন্টারপ্রাইজের নামে থাকা বহু উন্নয়ন কাজ উপজেলার বিভিন্ন স্থানে অসমাপ্ত অবস্থায় পড়ে আছে। জানা যায়, ৫ আগস্টের পর থেকে সাহাবুদ্দিন চৌধুরী এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় তার হাতে থাকা উন্নয়ন কাজ থমকে যায়।

রাউজান উপজেলা প্রকৌশলী আবুল কালাম জানান, তার দপ্তরের নিয়ন্ত্রাণাধীণ আগের ঠেন্ডারের কিছু কিছু উন্নয়ন কাজসমূহ বিকল্প ব্যবস্থায় শেষ করছেন। বাকি কাজসমূহ শেষ করার চেষ্টা করছেন।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে দেশের প্রথম আবহাওয়া ক্লাব উদ্বোধন
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার মীরেরখীলে হচ্ছে নতুন পুলিশ বিট