ঠাকুরগাঁও হানাদার মুক্ত হয়

আজাদী ডেস্ক | বুধবার , ৩ ডিসেম্বর, ২০২৫ at ৪:২৭ পূর্বাহ্ণ

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতের পর সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়েও নেমে আসে হানাদার বাহিনীর নির্মম অত্যাচার। গ্রামে গ্রামে হত্যা, ধর্ষণ, লুটতরাজে নরপিশাচ সৈন্যরা সৃষ্টি করে রক্ত নদী। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর ৩ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় ঠাকুরগাঁও। তখন থেকে দিনটি ঠাকুরগাঁও হানাদার মুক্ত দিবস হিসেবে পালন করা হয়। ১৯৭১ সালে ঠাকুরগাঁও সদর উপজেলার জাটিভাঙ্গা ও রানীশংকৈলের খুনিয়া দীঘির পাশে ঘটে যায় নৃশংস গণহত্যা। ১৭ এপ্রিল জগন্নাথপুর, গড়েয়া, সুখাপনপুকুরী এলাকার নিরীহ মানুষকে আটক করে পাথরাজ নদীর তীরে গুলি করে হত্যা করে। এভাবেই খুনিয়া দীঘির পাড়সহ বিভিন্ন এলাকায় নির্মম হত্যাযজ্ঞ চালায় হানাদার বাহিনী। ৩ ডিসেম্বর ভোরে বিজয়ীর বেশে ঠাকুরগাঁও শহরে প্রবেশ করেন মুক্তিযোদ্ধারা। পরে থানা প্রাঙ্গণে উত্তোলিত হয় স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা।

পূর্ববর্তী নিবন্ধচিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া
পরবর্তী নিবন্ধ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন ও গণভোট