রাশিয়ার সামরিক অভিযান চলার মধ্যেই ঝুঁকি নিয়ে ট্রেনে চেপে ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেছেন ইউরোপের তিন দেশের প্রধানমন্ত্রী। এই দলে আছেন পোল্যান্ড, স্লোভেনিয়া ও চেক রিপাবলিকের প্রধানমন্ত্রী। তাদের এই সাহসিকতার প্রশংসা করেছে রাশিয়ার ক্রমবর্ধমান আক্রমণের মধ্যে থাকা কিইভের শাসকরা। খবর বিডিনিউজের।
বিবিসি জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় কারফিউর মধ্যেই কিইভে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে দেখা করেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতয়জস মোরাভিকি, চেক রিপাবলিকের প্রধানমন্ত্রী পেটর ফিয়ালা ও স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী ইয়ানেস ইয়ানসা। পোল্যান্ডের উপপ্রধানমন্ত্রী জারসল কাচজিনস্কিও তাদের সঙ্গে ছিলেন।
বৈঠক শেষে চেক নেতা ইউক্রেনীয়দের উদ্দেশে বলেন, আপনারা নিঃসঙ্গ নন। রাশিয়া ইউক্রেনে অভিযান শুরুর পর তারাই প্রথম পশ্চিমা নেতা যারা সেদেশে সফর করছেন। ইউক্রেনের রাজধানী কিইভে পৌঁছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় নেতারা। ইউক্রেনের রাজধানী কিইভে পৌঁছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় নেতারা। টুইটারে এক পোস্টে পেটর ফিয়ালা ইউক্রেনের নাগরিকদের উদ্দেশে বলেন, আমরা আপনাদের সাহসী লড়াইয়ের প্রশংসা করছি। আমরা জানি যে আপনারা আমাদের জীবনের জন্যও লড়ছেন। আপনারা একা নন, আমাদের দেশগুলোও আপনাদের পাশে আছে। পোলিশ প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেন এই লড়াইয়ে হারলে ইউরোপ আর কখনই আগের মত থাকবে না। বরং এটা হবে এর একটি পরাজিত, নতজানু ও করুণাজাগানো রূপ। তিনি ইউক্রেনকে দ্রুত ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ দেওয়ারও আহ্বান জানান বলে উল্লেখ করেছে সিএনএন।