গাজীপুরের শ্রীপুরে একটি কমিউটার ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে এই ঘটনা ঘটে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে।
জানা গেছে গাজীপুরের সাতখামাইর রেলস্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। আগুন লাগার খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কার কোচে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে এনেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে মহুয়া কমিটার ট্রেনে আগুনের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে। এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে পাওয়া যায়নি।