বাবার সাথে ছুটিতে
ভাই আর বোন দুটিতে,
মামার বাড়ি যাচ্ছিলাম
হাওয়ার তালে নাচছিলাম!
খাবার জিনিস দেখলে কেনার বায়না ধরে মিষ্টি বোন,
খুশির গোলাপ ফুটছে মনে ওই দেখা যায় ইস্টিশন।
ট্রেন বুঝি আজ আসবে বলো কি লেটে,
ট্রেনে চড়ে যাব সূদুর সিলেটে।
সিলেটে কি? বাড়ি আছে মামাদের,
ট্রেন অভিযান শুরু হলো আমাদের।
হঠাৎ করে জ্বলল আলো ট্রেন বাজালো বাঁশি,
ট্রেনে উঠে অবশেষে ফুটলো মুখে হাসি।