সিএসই’র চট্টগ্রামস্থ প্রধান কার্যালয়ে চিটাগাং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) তার স্বনামধন্য ০৫ টি ট্রেকহোল্ডারকে ফিক্স/ফাস্ট প্রোটকল সার্টিফিকেট প্রদান করেছে এবং একই সাথে “ক্যাপিটাল মার্কেট টেকনোলজি ডাইভারসিফিকেশন” শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠানের আয়োজন করেছে। এই ওয়ার্কশপে বিভিন্ন ট্রেকদের সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ফিঙ/ফাস্ট প্রোটকল সার্টিফিকেট প্রাপ্ত ট্রেকগুলো হলো– আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড, ইউনাইটেড ফিনান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেড, প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, রয়্যাল ক্যাপিটাল লিমিটেড এবং প্রুডেন্সিয়াল ক্যাপিটাল লিমিটেড। এর মাধ্যমে ট্রেকগুলো তাদের গ্রাহকদের সেবা প্রদানে আরেক ধাপ এগিয়ে গেল। সিএসই–এর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, উল্লেখিত ট্রেকদের প্রতিনিধিদের কাছে ফিক্স/ফাস্ট প্রোটকল সার্টিফিকেট গুলো হস্তান্তর করেন। সে সময় সিএসইর চিফ রেগুলেটরি অফিসার মোহাম্মেদ মাহাদি হাসান, জেনারেল ম্যানেজার এন্ড হেড অব বিজনেস এন্ড মার্কেট ডেভেলপমেন্ট, মোহাম্মদ মনিরুল হক, ডেপুটি জেনারেল ম্যানেজার এন্ড হেড অব আইটি সার্ভিসেস, হাসনাইন বারী, ডেপুটি জেনারেল ম্যানেজার এন্ড হেড অব সারভিলেন্স এন্ড মপস, মোঃ নাহিদুল ইসলাম খান, সংশ্লিষ্ট ট্রেকগুলো থেকে প্রতিনিধি এবং সিএসইর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এরপর “ক্যাপিটাল মার্কেট টেকনোলজি ডাইভারসিফিকেশন” শীর্ষক ওয়ার্কশপে কোয়ান্ট ফিনটেক লিমিটেডের সিইও জাভেদ হোসেন ওএমএস (অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম) সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।