ট্রাস্ট ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক আহসান জামান

| রবিবার , ১৪ জুলাই, ২০২৪ at ৪:৪৯ পূর্বাহ্ণ

ট্রাস্ট ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসাবে নিয়োগ পেয়েছেন আহসান জামান চৌধুরী। গত ১০ জুলাই থেকে ব্যাংকের পরিচালনা পর্ষদ তাকে এই দায়িত্ব প্রদান করেন। এর আগে তিনি ২০২০ সালের নভেম্বরে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার (সিবিও) পদে পদোন্নতি পান। আহসান জামান চৌধুরী ২০১৬ সালের ২১ আগস্ট সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কর্পোরেট ব্যাংকিং এর প্রধান হিসাবে ট্রাস্ট ব্যাংকে যোগদান করেন এবং ব্যাংকের ব্যবসায়িক কর্মকাণ্ডে বিভিন্ন ইতিবাচক পরিবর্তন ও পরিসেবা প্রচলনের মাধ্যমে বেশ কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন।

চট্টগ্রাম বিশ্ববদ্যিালয় থেকে ব্যবস্থাপনায় অনার্স ও মাস্টার্স সম্পন্ন করার পর আহসান ১৯৮৬ সালে এবি ব্যাংক লিমিটেডে কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে ১৯৯৮ সালে ইস্টার্ন ব্যাংক লিমিটেডে যোগদান করেন।

তার দীর্ঘ ব্যাংকিং কর্মজীবনে তিনি ফান্ড ম্যানেজমেন্ট, কনজুমার ব্যাংকিং, এসএমই ব্যাংকিং, কর্পোরেট ব্যাংকিং, অপারেশন ম্যানেজমেন্ট, প্রজেক্ট ফাইন্যান্সিং, বিজনেস ডেভেলপমেন্ট ও স্পেশাল এসেট ম্যানেজমেন্ট সহ বিভিন্ন সেক্টরে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি দেশে ও বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণ, র্কমশালা ও সেমিনারে অংশগ্রহণ করেন। বিবাহিত জীবনে তিনি এক কন্যা ও এক পুত্রের পিতা। খবর প্রেস বিজ্ঞপ্তির।

পূর্ববর্তী নিবন্ধআহলে বায়তে রাসূল (সা.) কে প্রাণ উজাড় করে ভালোবাসাই ঈমানের দাবি
পরবর্তী নিবন্ধজাতীয় সংসদকে হাইকোর্টের দেওয়া পরামর্শ স্থগিত