ট্রাম্পের হুমকির মুখে কানাডার পাশে রাজা চার্লস

| মঙ্গলবার , ২৭ মে, ২০২৫ at ১১:০১ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিবিদ্রুপের মুখে কানাডাকে সমর্থনের বার্তা নিয়ে দেশটিতে সফরে যাচ্ছেন যুক্তরাজ্যের রাজা চার্লস তৃতীয় ও রানি ক্যামিলা। সোমবার তাদের কানাডায় পৌঁছানোর কথা রয়েছে। খবর বিডিনিউজের।

অটোয়ায় রাজদম্পতির দুইদিনের এই সফরকে কানাডার সার্বভৌমত্ব রক্ষায় যুক্তরাজ্যের সমর্থন হিসাবেই দেখা হচ্ছে। কারণ, প্রেসিডেন্ট ট্রাম্প সমপ্রতি মন্তব্য করেছিলেন, কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্যে বানাতে চান তিনি যা নিয়ে দেশটিতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ক্ষুব্ধ হয় কানাডার জনতা।

পরে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে কানাডার প্রধানমন্ত্রী কারনি বলেছিলেন, কানাডা বিক্রির জন্য নয়। বিবিসি লিখেছে, কানাডার সামপ্রতিক নির্বাচনে ট্রাম্পবিরোধী জনমতের ঢেউয়ে জয়ী হন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি ব্রিটিশ রাজারানিকে আমন্ত্রণ জানিয়েছেন। সফরকালে তিনি রাজদম্পতির সঙ্গে বৈঠক করবেন। আজ মঙ্গলবার কানাডার পার্লামেন্টে স্পিচ ফ্রম দ্য থ্রোন পাঠ করবেন রাজা চার্লস। প্রায় ৫০ বছরের মধ্যে এটিই কোনও ব্রিটিশ রাজা/রানির এ ধরনের ভাষণ। সর্বশেষ এমন ভাষণ দেওয়া হয়েছিল ১৯৭৭ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের সময়ে। রাজা চার্লসের স্পিচ ফ্রম দ্য থ্রোন ভাষণে কানাডার স্বাধীনতার সুরক্ষা এবং যুক্তরাষ্ট্রের কানাডা অধিগ্রহণের দাবি প্রত্যাখ্যানের বার্তা থাকবে বলে মনে করা হচ্ছে। কানাডা সরকারের পরামর্শে এটি প্রস্তুত করা হয়েছে। যুক্তরাজ্যের সাবেক কানাডীয় হাইকমিশনার জেরেমি কিন্সম্যান বলেন, এটি হবে কানাডার স্বাধীনতার পক্ষে একটি শক্তিশালী বার্তা। রাজা নিজেও এই ভাষণ দিতে গর্ব বোধ করবেন। ভাষণটি ফরাসি ও ইংরেজি দুই ভাষাতেই দেওয়া হবে। সোমবার চার্লসকে অটোয়া বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হবে। রাজা পরবেন সাধারণ স্যুট, থাকবে না রাজকীয় পোশাকের জাঁকজমক।

পূর্ববর্তী নিবন্ধভারতীয় উপকূলে বিপজ্জনক পণ্যবাহী জাহাজডুবি
পরবর্তী নিবন্ধপুতিন একেবারে পাগল হয়ে গেছেন : ট্রাম্প