ট্রাম্পের হুমকির মধ্যে প্রথম সফরেই পানামায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

| সোমবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:১৯ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পানামা খাল দখলের হুমকির পরই প্রথম বিদেশ সফরে পানামায় গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শনিবার থেকে রুবিও এ সফর শুরু করেছেন। শনিবার পানামা সফরের পর তিনি যাবেন গুয়াতেমালা, এল সালভাদর, কোস্টা রিকা এবং ডমিনিকান রিপাবলিকেও। খবর বিডিনিউজের।

আলোচ্যসূচিতে থাকবে অভিবাসন, চীনের আধিপত্য কমানো, মাদক বিশেষ করে ফেন্টানিল যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকানোর মতো বিষয়গুলো। পানামা সফরকালে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার পাশাপাশি পানামা খাল নিয়ে আলোচনাও অগ্রাধিকার পাবে বলে জানিয়েছে সিএনএন। ট্রাম্প গত মাসে শপথ নেওয়ার পর প্রথম ভাষণেই পানামা খাল পুনরুদ্ধারের ঘোষণা দিয়েছিলেন। ১৯৯৯ সালের শেষের দিকে পানামা খাল পানামার কাছে হস্তান্তর করেছিল যুক্তরাষ্ট্র। গত শুক্রবার তিনি ফের তার অবস্থান নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধনিরবের নায়িকা পরীমণি
পরবর্তী নিবন্ধপেন্টাগণ থেকে চার গণমাধ্যমের কার্যালয় সরাচ্ছে ট্রাম্প প্রশাসন