ট্রাম্পের শুল্কারোপের ধাক্কায় বিশ্বজুড়ে শেয়ারবাজারে ধস

| শনিবার , ৫ এপ্রিল, ২০২৫ at ৬:০৩ পূর্বাহ্ণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের ঘোষণার পর বিশ্বজুড়ে শেয়ারবাজারে ব্যাপক ধস নেমেছে। এশিয়ার শেয়ারবাজারসহ প্রায় সব বাজারেই বিরাট ধাক্কা লেগেছে। সোনার দাম রীতিমতো লাফিয়ে লাফিয়ে বেড়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র, চীন, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও ভিয়েতনামসহ বিভিন্ন দেশের বাজারে ব্যাপক প্রভাব পড়েছে। অথচ ট্রাম্পের ঘোষণার আগের দিনেও এশিয়ার পুঁজিবাজারেগুলো চাঙা ছিল। গত বৃহস্পতিবার ট্রাম্পের পাল্টা শুল্কারোপ ঘোষণার পরপরই অস্ট্রেলিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়ার শেয়ার সূচকে পতন শুরু হয়। যদিও ডলারের বিপরীতে জাপানের ইয়েনের মূল্য বেড়েছে। গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের শেয়ার সূচক নাসডাক ফিউচার্স ৩.৭ শতাংশ পড়ে গেছে, যার ফলে প্রযুক্তি খাতের সাতটি বড় কোম্পানির বাজার মূলধন প্রায় ৮০০ বিলিয়ন ডলার কমে যায়। অ্যাপলের শেয়ারের দাম সবচেয়ে বেশি, ৭ শতাংশ পড়ে যায়। এ ছাড়া এসঅ্যান্ডপি ৫০০ ফিউচার্স ৩ দশমিক ৩ শতাংশ এবং ইউরোপিয়ান ফিউচার্স প্রায় ২ শতাংশ কমেছে। এমন পরিস্থিতিতে বিনিয়োগ ব্যাংক জেপি মরগান পূর্বাভাস দিয়েছে যে, বছরের শেষ নাগাদ বিশ্ব অর্থনীতিতে মন্দা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে ৬০ শতাংশ, যা আগের তুলনায় ৪০ শতাংশ বেশি। যুক্তরাষ্ট্রে চীনা কোম্পানিগুলোর শেয়ার সূচকেরও পতন হয়েছে। যেমন, জেডি ডটকম ও আলিবাবা ডটকমের শেয়ারের পতন হয়েছে ৮ দশমিক ৫ শতাংশ। এ ছাড়া বাইদুর শেয়ার কমেছে ৭ দশমিক ৬ শতাংশ। অ্যাপলের ৪ দশমিক ৭ শতাংশ, এনভিডিয়ার ৩ দশমিক ৪ শতাংশ এবং অ্যামাজন ডটকমের ৬ শতাংশ শেয়ার কমেছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন করার দাবি
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের শুল্ক চাপ ও আমাদের রপ্তানি : সমাধানে চাই কৌশলী উদ্যোগ