ট্রাম্পের শপথের পরদিনই ওয়াশিংটনে কোয়াড পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

ইন্দো-প্যাসিফিককে মুক্ত রাখার প্রত্যয় পুনর্ব্যক্ত

| বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি, ২০২৫ at ৭:১৯ পূর্বাহ্ণ

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরের দিনই ওয়াশিংটন ডিসিতে বৈঠকে বসেছেন কোয়াড পররাষ্ট্রমন্ত্রীরা। মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এ বৈঠকে ইন্দোপ্যাসিফিককে অবাধ ও মুক্ত রাখার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়। চার দেশের জোট কোয়াডের পররাষ্ট্র মন্ত্রীদের এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সদ্য শপথ নেওয়া মার্কো রুবিও, ভারতের এস জয়শঙ্কর, অস্ট্রেলিয়ার পেনি ওং ও জাপানের আইওয়া তাকেশি। খবর বিডিনিউজের।

বৈঠকের পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে চার মন্ত্রীর যৌথ বিবৃতি প্রকাশিত হয়। এতে বলা হয়, ইন্দোপ্যাসিফিককে আরও অবাধ ও মুক্ত রাখার লক্ষ্যে আমাদের যে যৌথ প্রতিশ্রুতি তা পুনর্ব্যক্ত করছি আমরা, যেখানে আইনের শাসন, গণতান্ত্রিক মূল্যবোধ, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা সমুন্নত ও সুরক্ষিত থাকবে। চীনকে ইঙ্গিত করে বিবৃতিতে বলা হয়, আমরা ৪ দেশ এই প্রত্যয় ধারণ করি যে সমুদ্রসীমাসহ সবক্ষেত্রে আন্তর্জাতিক আইন, অর্থনৈতিক সুযোগ, শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা ভারতপ্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মানুষের উন্নয়ন ও সমৃদ্ধির ভিত্তি। একই সঙ্গে আমরা বলপ্রয়োগ বা নিপীড়নের মাধ্যমে এ স্থিতাবস্থা বদলে ফেলার যেকোনো একতরফা পদক্ষেপেরও জোরাল প্রতিবাদ জানাই।

প্রশান্ত মহাসাগরে চীনা ‘আধিপত্য’ রুখতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চারটি দেশের এই নিরাপত্তা সংলাপ বা কোয়াডের যাত্রা শুরু হয়। মঙ্গলবারের যৌথ বিবৃতিতে আরও বলা হয়, ক্রমবর্ধমান হুমকির প্রেক্ষাপটে আঞ্চলিক সমুদ্রসীমা, অর্থনীতি ও প্রযুক্তি খাতের নিরাপত্তা জোরদারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। কোয়াডের পরবর্তী শীর্ষ বৈঠক ভারতে অনুষ্ঠিত হবে জানিয়ে তার প্রস্তুতিতে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এখন থেকে নিয়মিত বসবেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধযুদ্ধবিরতির দুদিনের মাথায় ইসরায়েলি সেনাপ্রধানের পদত্যাগ
পরবর্তী নিবন্ধমাঝিরঘাট ট্রাক পরিবহন মালিক সমিতির নির্বাচন