ট্রাম্পের প্রতিষ্ঠানকে ১৬ লাখ ডলার জরিমানা

| রবিবার , ১৫ জানুয়ারি, ২০২৩ at ৬:৩৪ পূর্বাহ্ণ

কর ফাঁকি ও এ সম্পর্কিত জাল-জালিয়াতির অভিযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন বাণিজ্যিক প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশনকে ১৬ লাখ ডলার জরিমানা করেছেন নিউইয়র্কের একটি আদালত। শুক্রবার (১৩ জানুয়ারি) আদালত এ রায় দেয়। সেই সঙ্গে ট্রাম্প অর্গানাইজেশনের শীর্ষ নির্বাহী অ্যালেন ওয়েইসেলবার্গকে এ জালিয়াতিতে সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগে আলাদাভাবে ২০ লাখ ডলার জরিমানা ও ৫ মাস কারাবাসের সাজাও দেওয়া হয়েছে।

ট্রাম্পের পরিবারের নির্মাণ খাতের ব্যবসা আছে। ট্রাম্প নিজেও একজন নির্মাণ ব্যবসায়ী ছিলেন। তার প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশনও মূলত যুক্তরাষ্ট্রের একটি শীর্ষস্থানীয় নির্মাণ প্রতিষ্ঠান। তবে ডোনাল্ড ট্রাম্প এখন আর ট্রাম্প অর্গানাইজেশন দেখাশোনা করেন না। খবর বাংলানিউজের।

এটি দেখভালের দায়িত্বে আছেন তার দুই ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং এরিক ট্রাম্প। মামলার কার্যবিবরণীর তথ্য অনুযায়ী, ২০০৫ থেকে ২০২১ সাল পর্যন্ত বেশ কয়েকবার কর ফাঁকি দিয়েছে ট্রাম্প অর্গানাইজেশনের অধীন দুই অঙ্গ প্রতিষ্ঠান ট্রাম্প কর্পোরেশন এবং ট্রাম্প পেরোল কর্পোরেশন।

অর্থাৎ এ দু’প্রতিষ্ঠানের ওপর যে কর ধার্য করা হয়েছিল সেই কর এড়িয়ে গেছে এই প্রতিষ্ঠানগুলো। আদালতের রায় অনুযায়ী- এ অনিয়মের সঙ্গে ট্রাম্প অর্গানাইজেশন ও তার প্রধান নির্বাহী অ্যালেন ওয়েইসেল বার্গ সরাসরি যুক্ত।

পূর্ববর্তী নিবন্ধসাকিবের দুর্দান্ত ব্যাটিংয়ে আরো একটি জয় বরিশালের
পরবর্তী নিবন্ধফুকুশিমার তেজস্ক্রিয় পানি সাগরে ছাড়বে জাপান