ট্রাম্পের গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

| শুক্রবার , ৭ এপ্রিল, ২০২৩ at ১২:১৩ অপরাহ্ণ

প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রেপ্তারের ঘটনাকে দেশটির ‘অভ্যন্তরীণ বিষয়’ হিসাবে দেখছে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ বিষয়ে এক প্রশ্নে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে গ্রেপ্তারের বিষয়টি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় এবং তাদের আদালতে বিচারাধীন। আমরা মনে করি যে, কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা আমাদের সমীচীন না।’ খবর বিডিনিউজের।

ট্রাম্পকে গ্রেপ্তারে বাংলাদেশের প্রতিক্রিয়া এবং এ বিষয়কে বিরোধী দলকে ‘দমন’ হিসাবে দেখা হচ্ছে কি না, এমন প্রশ্নে করা হয়েছিল মুখপাত্রকে।

পূর্ববর্তী নিবন্ধ‘স্মার্ট পটিয়া বেস্ট আইডিয়া এওয়ার্ড’ ঘোষণা
পরবর্তী নিবন্ধচবি সায়েন্টিফিক সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন