ট্রাম্পের কর নথি প্রকাশ করবে ওয়েস অ্যান্ড মিনস কমিটি

| বৃহস্পতিবার , ২২ ডিসেম্বর, ২০২২ at ৫:১৭ পূর্বাহ্ণ

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি সভার ওয়েস অ্যান্ড মিনস কমিটি বলেছে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর নথি আগামী কয়েক দিনের মধ্যে প্রকাশ করা হবে। কমিটি বলেছে, ইন্টারনাল রেভিনিউ সার্ভিস (আইআরএস) যথাযথভাবে সাবেক এই প্রেসিডেন্টের নথি নিরীক্ষায় ব্যর্থ হয়েছে। খবর বাংলানিউজের।

মঙ্গলবার ওয়েস অ্যান্ড মিনস কমিটি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদনে ট্রাম্পের ছয় বছরের (২০১৫ থেকে ২০২০) কর সংক্রান্ত তথ্য রয়েছে। ট্রাম্পের ব্যাপক বার্ষিক ক্ষতির দাবি, যা তার করের বোঝা অনেকটাই কমিয়ে দিয়েছিল, তাও এই প্রতিবেদনে উঠে এসেছে।

ওয়েস অ্যান্ড মিনস কমিটির চেয়ারম্যান রিচার্ড নিল বলেছেন, প্রাপ্ত নথিতে দেখা গেছে, প্রেসিডেন্সিয়াল নিরীক্ষা কার্যক্রম ব্যর্থ হয়েছে। মাসাচুসেটস ডেমোক্রেটের অভিযোগ, ট্রাম্পের কর নথির নিরীক্ষাই হয়নি।

পূর্ববর্তী নিবন্ধভারতীয় কোম্পানির বিরুদ্ধে আইনি ব্যবস্থার সুপারিশ
পরবর্তী নিবন্ধমেয়েদের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ বন্ধ করে দিল তালেবান