প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরোধিতা করা দুই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাকে বরখাস্ত করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্ড। তার কার্যালয় বলছে, গোয়েন্দা সংস্থার রাজনীতিকরণ দূর করতেই নেওয়া হয়েছে এই পদক্ষেপ। গত মঙ্গলবার গ্যাবার্ড বরখাস্ত করেন জাতীয় গোয়েন্দা পরিষদের (এনআইসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাইক কলিন্স ও তার উপপ্রধান কর্মকর্তা মারিয়া ল্যাঙ্গান–রিকহফকে। ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ফক্স নিউজ ডিজিটাল। কলিন্সের বিরুদ্ধে আগে থেকেই রাজনৈতিক পক্ষপাতদুষ্টতা এবং ইচ্ছাকৃতভাবে ট্রাম্প প্রশাসনকে ক্ষুণ্ন করার অভিযোগ থাকার কথা জানিয়েছেন এই কর্মকর্তারা। ওদিকে, তার ডেপুটি ল্যাঙ্গান–রিকহফের বিষয়ে কর্মকর্তারা বলেছেন, তিনি কর্মশক্তির বৈচিত্র্য, ন্যায়পরায়ণতা ও অন্তর্ভুক্তি (ডিইআই) কর্মসূচির পক্ষে সোচ্চার, যে কর্মসূচি এক নির্বাহী আদেশে বন্ধ করতে বলেছেন ট্রাম্প। তাছাড়া, রিকহফ ট্রাম্পের ঘোর বিরোধী বলেও অভিযোগ আছে। খবর বিডিনিউজের।