চলতি বছর ৩ নভেম্বর অনুষ্ঠিতব্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রধান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। বৈশ্বিক পরাশক্তি হওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে হবেন; সেদিকে নজর থাকে পুরো দুনিয়ার। বিশেষ করে চীন-রাশিয়ার মতো দেশগুলোর সমর্থন থাকে কার প্রতি সেদিকে সতর্ক দৃষ্টি থাকে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর। তবে বৃহৎ শক্তিগুলোর বাইরে আফগান তালেবানের পক্ষ থেকেও এবার একজন প্রার্থীর প্রতি খোলামেলা সমর্থন জানানো হয়েছে। তালেবান চায়, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পই জিতুক। বিজয়ী হয়ে তিনি যেন আফগানিস্তান থেকে মার্কিন সামরিক উপস্থিতি পুরোদমে সরিয়ে নেন। সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে নিজ দলের এমন অবস্থানের কথা জানিয়েছেন তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। শুধু তাই নয়, ট্রাম্প করোনায় আক্রান্ত খবর পেয়ে রীতিমতো উদ্বিগ্ন হয়েছিল তালেবান। দলটির একজন নেতা সিবিএস নিউজ-কে জানিয়েছেন, ট্রাম্প করোনায় আক্রান্ত জেনে আমরা উদ্বিগ্ন বোধ করছিলাম। কিন্তু এখন তো তিনি ভালো আছেন। এদিকে ট্রাম্পের নির্বাচনি প্রচারণা শিবির জানিয়েছে, তারা এই সমর্থন প্রত্যাখ্যান করেছে। আর তালেবানের জেনে রাখা উচিত, ট্রাম্প সব সময়ই যে কোনওভাবে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করবেন।ট্রাম্প সমপ্রতি ঘোষণা করেছিলেন, বড়দিনের আগেই আফগানিস্তান থেকে মার্কিন সেনা পুরোপুরি সরিয়ে নেয়া হবে। তিনি টুইট করে তার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। মূলত এরপরই তার প্রতি প্রকাশ্য সমর্থন ঘোষণা করে তালেবান। কাতারের রাজধানী দোহায় এখন আফগান সরকারের সঙ্গে তালেবানের আলোচনা চলছে। কিন্তু দুই পক্ষ নিজেদের অবস্থান থেকে এক চুলও না সরায় আলোচনা এগোচ্ছে না। এর মধ্যেই ট্রাম্প বড়দিনের মধ্যে সেনা সরানোর কথা ঘোষণা করেন। তার এই ঘোষণাকে স্বাগত জানিয়ে আগামীতেও ট্রাম্পকেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাইছে তালেবান।