ট্রাম্প মাক্রোঁ বৈঠক, বন্ধুত্বপূর্ণ পরিবেশে ইউক্রেন নিয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গি

| বুধবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:৪৪ পূর্বাহ্ণ

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার দায়িত্ব নেওয়ার পর প্রথম ইউরোপীয় নেতা হিসেবে ওয়াশিংটন সফর করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ। খবর বিডিনিউজের। সোমবার হোয়াইট হাউজের ওভাল দপ্তরে বৈঠকের পর সংবাদ সম্মেলনে ইউক্রেইন নিয়ে দুই নেতার মধ্যে বহু ক্ষেত্রে পার্থক্য লক্ষ্য করা গেছে বলে রয়টার্স জানিয়েছে। ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে রাশিয়ার সঙ্গে ইউক্রেইনের দ্রুত যুদ্ধবিরতি করাতে চাইছেন ট্রাম্প। এই নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের মত পার্থক্য ট্রাম্পের পাশে মাক্রোঁর উপস্থিতিতে আরও পরিষ্কারভাবে সামনে এসেছে। রয়টার্স জানিয়েছে, দুই নেতার মধ্যে আলাপের দিনটিতে ট্রাম্প ও মাক্রোঁ অনেক বছরের মিত্রতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রদর্শন করেছেন। কিন্তু ইউক্রেন যুদ্ধের তৃতীয় বর্ষপূর্তির দিনটিতে কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে মাক্রোঁ ট্রাম্পের সঙ্গে দ্বিমতের বিষয়টি পরিষ্কার করে দেন। ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একনায়ক বলে উল্লেখ করতে রাজি হননি। কিন্তু গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে একনায়ক বলেছিলেন। মাক্রোঁ বলেন, ইউক্রেনের লড়াইয়ে রাশিয়াই আগ্রাসী ছিল এটা পরিষ্কার। ট্রাম্প এ বিষয়ে গত সপ্তাহে দোদুল্যমান অবস্থান প্রকাশ করেছেন। ট্রাম্পের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে মাক্রোঁ বলেন, প্রেসিডেন্ট পুতিন শান্তি লংঘন করেছেন।

ট্রাম্প যত দ্রুত সম্ভব একটি যুদ্ধবিরতির জন্য আগ্রহ প্রকাশ করেন। ইউক্রেইন ও রাশিয়ার মধ্যে একটি যুদ্ধবিরতির আয়োজন করার চেষ্টা করছেন বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা নাকচ ইরানের
পরবর্তী নিবন্ধইউক্রেনে দখল করা ভূমির খনিজ যুক্তরাষ্ট্রকে দিতে প্রস্তুত রাশিয়া