কলম্বিয়াকে সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার কয়েকদিন পর দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিডিনিউজের।
বুধবার দুই নেতা এক ফোন কলে কথা বলার পর ট্রাম্প জানান, হোয়াইট হাউজে পেত্রোর সফরের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। রোবাবর ট্রাম্প জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে কলম্বিয়াকে কেন্দ্র করা হচ্ছে যা তার ভালো লাগছে। এর আগের দিন শনিবার ট্রাম্পের নির্দেশে কলম্বিয়ার প্রতিবেশী দেশ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে রাজধানী কারাকাসে তার প্রাসাদ থেকে আটক করে যুক্তরাষ্ট্রে তুলে নিয়ে যায় মার্কিন বাহিনী।
ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় সোমবার তাকে পালটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন পেত্রো বলেন, আসুন তুলে নিয়ে যান আমাকে। আমি এখানে অপেক্ষা করছি। কিন্তু বুধবার ট্রাম্প ও পেত্রো, উভয়েই জানিয়েছেন ওই পাল্টাপাল্টি মন্তব্যের পর প্রথম ফোন কলে কথা বলেছেন তারা, আলাপে দুই দেশের মধ্যে সম্পর্ক নিয়ে কথা হয়েছে। ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখেছেন, কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর সঙ্গে কথা বলা ছিল বিরাট সম্মানের।
তিনি মাদক পরিস্থিতি ও অন্য যে বিষয়গুলোতে আমাদের মধ্যে মতভেদ আছে সেগুলো ব্যাখ্যা করার জন্য ফোন করেছিলেন। আমি তার ফোন কল ও যেভাবে তিনি কথা বলেছেন তার প্রশংসা করি আর নিকট ভবিষ্যতে তার সঙ্গে সাক্ষাতের জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। ট্রাম্প আরও জানান, ওয়াশিংটনে একটি বৈঠকের বিষয়ে তার ও পেত্রোর মধ্যে সমঝোতা হয়েছে, কিন্তু কবে এ বৈঠক হবে তার নির্দিষ্ট কোনো তারিখ জানাননি তিনি। পেত্রো কলম্বিয়ার প্রথম বামপন্থি প্রেসিডেন্ট।












