ট্রাম্প জেলেনস্কিকে ‘ঘুষি না মারা’য় অবাক হয়েছেন রুশ কর্মকর্তা

| রবিবার , ২ মার্চ, ২০২৫ at ৬:২১ পূর্বাহ্ণ

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডার পরও ‘অসাধারণ সংযম’ দেখিয়েছেন, কারণ তিনি তাকে শারীরিকভাবে আক্রমণ করে বসেননি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেন, আমি মনে করি, জেলেনস্কির সবচেয়ে বড় মিথ্যা ছিল তার দাবি যে ২০২২ সালে কিয়েভ সরকার সম্পূর্ণ একা ছিল এবং কোনো ধরনের সহায়তা পায়নি। ট্রাম্প এবং ভ্যান্স কীভাবে এই নর্দমার ইদুরকে ঘুষি মারা থেকে নিজেদের বিরত রাখলেন, তা সত্যিই এক ধরনের সংযমের বিস্ময়যোগ করেন তিনি। খবর বাংলানিউজের।

সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ, যিনি বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান, জেলেনস্কিকে ‘দাম্ভিক’ বলে সমালোচনা করেন এবং বলেন তিনি ‘ওভাল অফিসে যথাযথ শাস্তি পেয়েছেন।’

এদিকে, রাশিয়ার ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের প্রধান কিরিল দিমিত্রিয়েভ এই উত্তপ্ত মুহূর্তকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছেন।

প্রসঙ্গত, দিমিত্রিয়েভ ছিলেন সেই রুশ আলোচকদের একজন, যারা গত ১৮ ফেব্রুয়ারি সৌদি আরবে অনুষ্ঠিত রাশিয়াআমেরিকা বৈঠকে অংশ নিয়েছিলেন। এটি ছিল ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর দুই দেশের মধ্যে প্রথম আনুষ্ঠানিক আলোচনা।

পূর্ববর্তী নিবন্ধমেয়রের সাথে মহাতীর্থ বারুনী স্নান পরিচালনা পরিষদের সাক্ষাত
পরবর্তী নিবন্ধরাউজানে হিফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার সালানা জলসা সম্পন্ন