উল্টোপথে চালিয়ে আনা গাড়িকে থামার সংকেত দেওয়ায় ট্রাফিক পুলিশের এক কনস্টেবলকে ঘুষি মেরে রক্তাক্ত করেছেন চালক। ঘটনা দেখে সেখানে উপস্থিত একদল ছাত্র ওই গাড়িচালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে নগরীর জাকির হোসেন রোডে খুলশী আবাসিক এলাকার এক নম্বর সড়কের মুখে এ ঘটনা ঘটে। আটক গাড়িচালকের নাম মোহাম্মদ রফিকুল আলম।
নগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রফিকুল ইসলাম একটি বেসরকারি প্রতিষ্ঠানের একটি প্রাডো জিপ চালিয়ে উল্টোপথে খুলশী এক নম্বর সড়কের মুখে আসেন। গাড়িটি উল্টোপথে আসায় সেখানে যানজট সৃষ্টি হয়। এ সময় সেখানে পুলিশ কনস্টেবল সোহরাব হোসেন দায়িত্ব পালন করছিলেন। তিনি উল্টোপথে আসা জিপটিকে থামার সংকেত দেন।
পুলিশ বলেছে, কনস্টেবল সোহরাব কিছু বুঝে ওঠার আগেই গাড়ি থেকে নেমে রফিকুল তার ইউনিফর্মের কলার ধরে মুখে সজোরে ঘুষি মারেন। এতে তার নাকের হাড় ভেঙে গিয়ে অনবরত রক্ত ঝরতে থাকে। এরপর বেধড়ক মারধর করে তার ইউনিফর্ম ছিঁড়ে ফেলেন রফিকুল। ঘটনা দেখে কয়েকজন ছাত্র জড়ো হয়ে রফিকুলকে আটকে ফেলেন। খুলশী থানার এসআই রাজীব দে ঘটনা শুনে সেখানে গেলে ছাত্ররা রফিকুলকে তার হাতে তুলে দেন।
আহত সোহরাব চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি বাদী হয়ে রফিকুলের বিরুদ্ধে মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ। তিনি বলেন, এ ঘটনার পর ওই গাড়িচালককে তার কোম্পানি চাকরি থেকে বরখাস্ত করেছে। বিষয়টি ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।