চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় বাসচালকের সহকারী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় ফেবো ফিলিং স্টেশনের পূর্ব পাশে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকের পেছনে সজোরে ধাক্কা লাগায় বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ দুর্ঘটনায় বাসটির আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন।
হাইওয়ে পুলিশের জোরারগঞ্জ ফাঁড়ি ইনচার্জ সোহেল সরকার জানান, নিহত ব্যক্তির নাম মো. মিনহাজ উদ্দিন (২৬)। তিনি কক্সবাজারের পেকুয়া উপজেলার শীলখালী সবুজপাড়া এলাকার সৈয়দ নূরের ছেলে।