ট্রাকের পেছনে বাসের ধাক্কা, হেলপার নিহত

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ৩ জুন, ২০২৩ at ৫:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় বাসচালকের সহকারী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় ফেবো ফিলিং স্টেশনের পূর্ব পাশে ঢাকাচট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকের পেছনে সজোরে ধাক্কা লাগায় বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ দুর্ঘটনায় বাসটির আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন।

হাইওয়ে পুলিশের জোরারগঞ্জ ফাঁড়ি ইনচার্জ সোহেল সরকার জানান, নিহত ব্যক্তির নাম মো. মিনহাজ উদ্দিন (২৬)। তিনি কক্সবাজারের পেকুয়া উপজেলার শীলখালী সবুজপাড়া এলাকার সৈয়দ নূরের ছেলে।

পূর্ববর্তী নিবন্ধএক অগ্নিকাণ্ডে পুড়ল ২৪টি বসতঘর
পরবর্তী নিবন্ধগাড়ি ও পথচারীদের টার্গেট, অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই