নগরীর সদরঘাটের জেটি গেটের সামনে এক ট্রাক চালকের ছুরিকাঘাতে আরেক ট্রাক চালক খুন হয়েছেন। বিদেশ থেকে আসা একটি প্রতিষ্ঠানের পণ্য (স্ক্র্যাপ) লোড করার জন্য জেটির ভেতর প্রবেশের ক্ষেত্রে সিরিয়াল ব্রেক করা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে গত শুক্রবার সন্ধা সাড়ে ৭টায় ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে নিহত ট্রাক চালক হলেন সজীব চন্দ্র নাথ। তিনি মীরসরাই উপজেলার জোরারগঞ্জের প্রফুল্ল চন্দ্র নাথের ছেলে। আর ছুরিকাঘাতকারী হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার ইউসুফ হোসেন বিজয়। তারা দুজন বন্ধু ছিলেন। তবে বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে নানা বিষয়ে মনোমালিন্য দেখা দিতে শুরু করে। এদিকে ঘটনার পরপর মাঝিরঘাট এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ছুরিকাঘাতকারী বিজয়কে গ্রেপ্তার করেছে। পাশাপাশি ঘটনায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করেছে।
পুলিশ জানায়, ঘটনার দিন সকালে পণ্য লোডের জন্য সিরিয়ালে ছিল সজিব ও বিজয়ের ট্রাক। সামনে ছিল সজীবের, পেছনে ছিল বিজয়ের ট্রাক। কিন্তু হঠাৎ সিরিয়াল ব্রেক করে সজীবের ট্রাকের সামনে চলে যান বিজয়। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে সন্ধা সাড়ে ৭টার দিকে ফের একই রকম ঘটনা ঘটে। সকালের মতোই তারা পণ্য লোড করার জন্য সিরিয়ালে ছিলেন। এবার আগে ছিল বিজয়ের ট্রাক। পেছনে ছিল সজীবের ট্রাক। কিন্তু সজীব সিরিয়াল ব্রেক করে বিজয়ের সামনে চলে যান। এতে ক্ষিপ্ত হয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বিজয় সজীবকে ছুরিকাঘাত করেন। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, সকালে বিজয় সিরিয়াল ব্রেক করেছিলেন। আর সন্ধায় একই কাজ করেন সজীব। সন্ধায় যখন সজীব সিরিয়াল ব্রেক করছিলেন তখন বিজয় সজীবকে বলেন, সকালে যখন আমি সিরিয়াল ব্রেক করেছিলাম তখন আমাকে গালাগাল করছিলি, এখন তুই কেন সিরিয়াল ব্রেক করলি? ছুরিকাঘাতের আগে দুই চালক বন্ধুর মধ্যে সকালের মতো অনেকক্ষণ ধরে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
পুলিশ জানায়, কয়েকদিন আগে হাক্কানী ট্রান্সপোর্টের গ্যারেজে সজীবের হেলপার মাহিনকে চোর হিসেবে সাব্যস্ত করা হয়। বিজয়ের স্টেটমেন্টের কারণে এটি হয়েছিল বলে ধারণা সজীবের। এটাও তাদের বিরোধের বিষয় হতে পারে। এছাড়া নানা বিষয়ে তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগে ছিল।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম আজাদীকে বলেন, ঘটনার পরপর আমরা ছুরিকাঘাতকারী বিজয়কে গ্রেপ্তার করেছি। মাঝিরঘাট এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। একই সাথে ঘটনায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সজীবের পরিবারের পক্ষ থেকে বিজয়ের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোতোয়ালী জোনের সহকারী কমিশনার মো. নুরে আল মাহমুদ আজাদীকে বলেন, বিজয় ও সজীব একে অপরের ভালো বন্ধু ছিলেন। কিন্তু বেশ কিছুদিন ধরে নানা বিষয়ে তাদের মধ্যে মনোমালিন্য দেখা দিতে শুরু করে।