টোকিওতে অনুশীলন করলেন জহির রায়হান

স্পোর্টস ডেস্ক | বুধবার , ২৮ জুলাই, ২০২১ at ১১:২৮ পূর্বাহ্ণ

অ্যাথলেটিকসে বাংলাদেশের একমাত্র প্রতিযোগী জহির রায়হান ও তার কোচ আবদুল্লাহ হেল কাফি টোকিও পৌঁছেছেন সোমবার বিকেলে। মঙ্গলবার সকালে বিশ্রামের পর বিকেল করেছেন অলিম্পিকের জন্য প্রথম অনুশীলন। জহির প্রথমবারের মতো অলিম্পিকে অংশ নিচ্ছেন। মঙ্গলবার গেমস ভিলেজ থেকে সড়কপথে আধা ঘন্টার দূরত্বে অ্যাথলেটিকসের ওয়ার্মআপ ট্রাকে স্থানীয় সময় বিকেল ৪টায় অনুশীলন করেছেন জহির রায়হান। সন্ধ্যায় টোকিও থেকে জহির রায়হান প্রথম অনুশীলন প্রসঙ্গে বলেন, ‘সকাল থেকেই সেখানে অনুশীলন হয়েছে। একেক দেশের অ্যাথলেটরা একেক সময় করেছেন। যারা অলিম্পিকে বিভিন্ন ইভেন্টে পদক জিততে এসেছেন, তাদের সঙ্গেই অনুশীলন করেছি। ইয়োহান ব্লেকসহ অনেক বড় বড় তারকার সঙ্গে দেখা হয়েছে অনুশীলন মাঠে।’
১৯৯২ বার্সেলোনা অলিম্পিকের পর বাংলাদেশের কোনো অ্যাথলেটকে দেখা যাবে ৪০০ মিটারে অংশ নিতে। ২৯ বছর আগে এই ইভেন্টে অংশ নিয়েছিলেন মেহেদী হাসান। তার আগে ১৯৮৮ সিউল অলিম্পিকে এ ইভেন্টে অংশ নেন মিলজার হোসেন। জহির প্রতিদ্বন্দ্বিতার ট্র্যাকে নামবেন ১ আগস্ট। ওই দিন বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় জহিরের হিট।

পূর্ববর্তী নিবন্ধমশাল জ্বালানো ওসাকা নিভে গেলেন তৃতীয় রাউন্ডে
পরবর্তী নিবন্ধএবার অলিম্পিক রেকর্ড কেলি ম্যাককিউয়েনের