টেস্ট সিরিজে ভাল কিছু করার প্রত্যয় শান্তর

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ৩০ মার্চ, ২০২২ at ১:৪২ অপরাহ্ণ

বয়সভিত্তিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকায় চমৎকার কিছু স্মৃতি আছে বাংলাদেশ দলের ক্রিকেটার নাজমুল হোসেন শান্তর। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে সাত ম্যাচের ওয়ানডে সিরিজে হারিয়ে দিয়েছিল স্বাগতিকদের। দীর্ঘ সাত বছর পর সেখানে ফিরে সেসব স্মৃতি ভীড় করছে শান্তর মনে। প্রথম টেস্টে ভালো করে সাফল্যের সেই গল্পে নতুন অধ্যায় যোগ করতে চান তরুণ এই টপ অর্ডার ব্যাটসম্যান। ২০১৫ সালে যুব দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে সাত ম্যাচে নাজমুল করেছিলেন ১৪১ রান। কাল থেকে শুরু হওয়া টেস্ট সিরিজে তাই ভাল কিছু করারর প্রত্যয় শান্তর। ডারবানের যে মাঠে কাল থেকে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ সে মাঠেই হাফ সেঞ্চুরি করেছিলেন শান্ত। তাই সে স্মৃতিকে কাজে লাগাতে চান শান্ত। দক্ষিণ আফ্রিকার সেই সময়ের দলে থাকা কাইল ভেরেইনার সঙ্গে দেখা হয়েছে ওয়ানডে সিরিজে। টেস্ট সিরিজে দেখা হবে আরও দুই জনের সঙ্গে। পুরান বন্ধুদের বিপক্ষে লড়াইয়ে নামতে তাই উন্মুখ হয়ে আছেন নাজমুল। আর সবচেয়ে বড় কথা ওই দলে যারা ছিল ওদের সঙ্গে আবার একটা ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি। তাই খেলার জন্য রোমাঞ্চিত। অনেক দিন পর দেখা হবে। আশা করছি, আমাদের এই ম্যাচগুলো ভালো যাবে এবং আমরা ভালো সময় কাটাব। শান্ত বলেন সে সময় আমি ব্যাটিংয়ে ভালো করেছিলাম। মোটামুটি দুই-তিনটা বড় ইনিংস ছিল। দলের জন্য অবদান রাখতে পেরেছিলাম। সেই আত্মবিশ্বাসটাও আছে। আশা করি, এবার যদি সুযোগ আসে সেই আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামব এবং ভালো কিছু করব। বয়সভিত্তিক ক্রিকেটে যত সাফল্যই থাক, সিনিয়র ক্রিকেটে কিছুদিন আগ পর্যন্তও বাংলাদেশের জন্য দুঃস্বপ্নের ঠিকানা ছিল দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে সিরিজ দিয়ে ব্যর্থতার বৃত্ত ভেঙেছে সফরকারীরা। একই ধরনের পরিবর্তন টেস্টেও দেখতে চান নাজমুল। আমাদের সবার মানসিকতার পরিবর্তন এসেছে। হয়তো আগে দেশের বাইরে খেলতে গেলে আমরা জিততে পারি এই আত্মবিশ্বাস ততটা ছিল না। তবে এখন ধীরে ধীরে ওই বিশ্বাস আসতে শুরু করেছে। আমরা দেশের বাইরে ভালো খেলতে পারি। আমি বলছি না, আমরা খেললেই জিতে যাব। তবে ওই বিশ্বাস তৈরি হচ্ছে। আমরা যদি প্রক্রিয়া ঠিক রাখি এবং পরিকল্পনা অনুযায়ী খেলতে পারি তাহলে জেতা সম্ভব।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশ সাতবাড়িয়াতে অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধবাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সেপাক টাকরো কমিটি গঠিত