টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন ইয়াসির

প্রস্তুতি ম্যাচে চোট

স্পোর্টস ডেস্ক | বুধবার , ১৫ জুন, ২০২২ at ৯:০৫ পূর্বাহ্ণ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই হোঁচট খেলো বাংলাদেশ। চোটে অন্তত দুই সপ্তাহের জন্য ছিটকে গেছেন ইয়াসির আলি চৌধুরি। কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে প্রস্তুতি ম্যাচের প্রথম দিন চোট পান এই মিডল অর্ডার ব্যাটসম্যান। ১১ রান করে মাঠ ছাড়েন তিনি। এমআরআই স্ক্যানের রিপোর্ট পাওয়ার পর জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ইয়াসিরের ছিটকে পড়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ইয়াসির গত ১০ তারিখ থেকে পিঠের ব্যথা নিয়ে অভিযোগ করছিল। এমআরআই স্ক্যানে আমরা দেখেছি, লাম্বার স্পাইনে ডিস্কোজেনিক ব্যাক পেইনে ভুগছে সে। সাধারণত এই ধরনের সমস্যা কাটিয়ে উঠতে দুই থেকে তিন সপ্তাহ সময় নেয়। আমরা আশা করছি, সে এই সময়ের মধ্যে ঠিক হয়ে যাবে। এই সময়ের মধ্যে টেস্ট ম্যাচ দুটিতে ওকে পাওয়া যাবে না। আগামীকাল অ্যান্টিগায় শুরু হবে প্রথম টেস্ট। সেন্ট লুসিয়ায় দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৪ জুন। ইয়াসির তার পাঁচ টেস্টের সবশেষটি খেলেন গত এপ্রিলে, দক্ষিণ আফ্রিকায়। টেস্ট সিরিজ থেকে ছিটকে যাওয়া ইয়াসির আছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি দলেও।

পূর্ববর্তী নিবন্ধসড়ক নিরাপত্তা নিশ্চিতে আইন মানতে হবে
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে সংকট কাটাতে ইমপেরিয়াল হাসপাতালে বৃহৎ ব্লাড ব্যাংক