কেনার আগে মাকে দেখানো এবং টেস্ট ড্রাইভ দেওয়ার কথা বলে এক কোটি ৬৫ লাখ টাকার গাড়ি নিয়ে পালানোর আটদিন পর জড়িত ব্যক্তিকে গাড়িসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গাড়িটি চালিয়ে দেখার কথা বলে কিছুদূর যাওয়ার পর গ্রেপ্তার হওয়া মাহাদী হাসান নামের ২৮ বছর বয়সী ওই ব্যক্তি তার সঙ্গে থাকা বিক্রয় প্রতিনিধিকে ভয় দেখিয়ে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে পালিয়ে গিয়েছিলেন বলে পুলিশের ভাষ্য। গত বুধবার গভীর রাতে রাজধানীর পুলিশ প্লাজার সামনে থেকে গাড়িসহ তাকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ।
ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বনানী এলাকার বাসিন্দা জাহিদ হাসান তার নামে নিবন্ধন করা এক কোটি ৬৫ লাখ টাকা দামের টয়োটার ল্যান্ড ক্রুজার এসইউভি বিক্রির জন্য টিপু সুলতান নামে একজনকে দায়িত্ব দেন। বিক্রির আগে গাড়িটি মেরামতের জন্য একটি গ্যারেজে দেন টিপু সুলতান। গাড়িটি মেরামতের সময় সেই দোকানের ম্যানেজারের মাধ্যমে মাহাদী হাসান গাড়িটি কিনতে আসেন। খবর বিডিনিউজের।
একাধিকবার গাড়িটি দেখার পর গত ১৭ ফেব্রুয়ারি বেলা ৩টার দিকে তিনি গাড়িটি চালিয়ে দেখবেন (টেস্ট ড্রাইভ) এবং মাকে দেখাবেন বলে টিপু সুলতানসহ গাড়িটি নিয়ে গুলশানের লেকপাড়ের বিলকিস টাওয়ারের সামনে যান। সেখান থেকে আরও দুই–তিনজন গাড়িতে ওঠেন। এরপর তারা টিপু সুলতানকে ভয়–ভীতি দেখিয়ে নামিয়ে দিয়ে গাড়িটি নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় গত ২১ ফেব্রুয়ারি গাড়ির মালিক জাহিদ হাসান বাদী হয়ে গুলশান থানায় চুরির মামলা করেন।
মামলার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাহাদী হাসানের অবস্থান শনাক্ত করে বুধবার রাত দেড়টার দিকে পুলিশ প্লাজার সামনে থেকে গাড়িসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ বলছে, মাহাদী হাসান ও তার সহযোগিরা গাড়ি চোর চক্রের সদস্য। তারা রাজধানীতে দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে ও প্রতারণার মাধ্যমে গাড়ি চুরি করে আসছিল। মাহাদীর বাকি সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানানো হয়েছে ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে।