ঢাকা টেস্টের শেষ দিনের শেষ বেলায় টেস্ট বাঁচাতে লড়ছিল বাংলাদেশ। আর কয়টা ওভার শেষ করতে পারলেই ড্র করা যেতো ঢাকা টেস্ট। আর ম্যাচ ড্র করার শেষ লড়াইটা করছিলেন সাকিব। তাকে ঘিরেই আবর্তিত হচ্ছিল বাংলাদেশের আশা। কিন্তু শেষ রক্ষা হলো না। হার এড়াতে পারেনি বাংলাদেশ। তবে সাকিব গড়েছেন অনন্য এক কীর্তি। দলকে বাঁচাতে না পারলেও টেস্ট ক্রিকেটে অনন্য এক রেকর্ডে রিচার্ড হ্যাডলি, ইয়ান বোথাম, কপিল, ক্যালিস, ভিট্টরীদের পাশে দাড়ালেন সাকিব। টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে চার হাজার রান করার পাশাপাশি দুইশ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন সাকিব। শুধু তাই নয় টেস্ট ক্রিকেটে দ্রুততম দুইশ উইকেট ও ৪ হাজার রানের রেকর্ড গড়েছেন বাংলাদেশের এই অল রাউন্ডার।
টেস্টে দুইশ উইকেটের মাইলফলক আগেই পেরিয়েছিলেন সাকিব। মিরপুর টেস্ট খেলতে নেমেছিলেন ৩৯৩৩ রান নিয়ে। প্রথম ইনিংসে দলের শেষ ব্যাটার হিসেবে আউট হয়েছেন ৩৩ রান করে। গতকাল ৩৫ রান করে টেস্ট ক্যারিয়ারে ৪ হাজার রান পূরণ করেছেন সাকিব। যদিও শেষ পর্যন্ত ৬৩ রান করে ফিরেছেন সাকিব। আর কিছুটা সময় থাকতে পারলে ম্যাচটাও বাঁচাতে পারতেন তিনি। ৫৯তম টেস্ট খেলতে নেমে দুইশ উইকেট এবং ৪ হাজার রান পুরন করলেন সাকিব। টেস্ট ক্রিকেট ইতিহাসে এতো কম ম্যাচে এই ডাবলস অর্জন করতে পারেননি আর কেউ। অসাধারণ এই ডাবলস আছেই মাত্র আর পাঁচ জনের। তবে সবাই সাকিবের চেয়ে বেশি ম্যাচ খেলে মাইলফলক পেরিয়েছেন। টেস্টে দুইশ উইকেট এবং ৪ হাজার রান করতে স্যার ইয়ান বোথাম ম্যাচ খেলেছেন ৬৯টি, স্যার গ্যারফিল্ড সোবার্স খেলেছেন ৮০ ম্যাচ, কপিল দেব খেলেছেন ৯৭ ম্যাচ, ড্যানিয়েল ভেট্টরি খেলেছেন ১০১ ম্যাচ এবং জ্যাক ক্যালিস খেলেছেন ১০২ ম্যাচ।