টেস্ট অধিনায়কত্বও ছেড়ে দিলেন কোহলি

স্পোর্টস ডেস্ক | রবিবার , ১৬ জানুয়ারি, ২০২২ at ১০:৪০ পূর্বাহ্ণ

টি-টোয়েন্টি, ওয়ানডের পর এবার ভারতের টেস্ট দলের নেতৃত্বও ছেড়ে দিলেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ হারের পরই এমন ঘোষণা দিলেন তিনি। গতকাল শনিবার সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটার ও ফেসবুকে বিবৃতি দিয়ে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তিনি। কোহলি লিখেছেন, ‘গত সাত বছর ধরে প্রতিদিন কঠোর পরিশ্রম ও ধৈর্য দেখিয়ে দলকে একটা সঠিক পথে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। এই সময়ে শতভাগ সততার সঙ্গে কাজটা করেছি এবং চেষ্টার কমতি রাখিনি। একটা পর্যায়ে এসে থামতেই হয় এবং টেস্ট দলের অধিনায়ক হিসেবে আমার কাছেও এটা থেমে যাওয়ার সময়।’তিনি আরও লিখেছেন, ‘এই যাত্রাপথে অনেক উত্থান-পতন হয়েছে। কিন্তু কোনোদিন চেষ্টা বা বিশ্বাসের কমতি ছিল না। বরাবর নিজের ১২০ শতাংশ দেওয়ার চেষ্টা করেছি। যদি সেটা না পারি, তা হলে আমি জানি এটা সঠিক কাজ নয়। আমি মনের দিক থেকে পুরোপুরি পরিষ্কার এবং দলের প্রতি আমি অসৎ হতে পারব না।’

পূর্ববর্তী নিবন্ধরাউজানে প্রণব স্মৃতি উন্মুক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধজেনারেল রাওয়াতের হেলিকপ্টার বিধ্বস্ত পাইলটের ভুলে