টেলরের বিদায়ী ম্যাচে নিউজিল্যান্ডের বড় জয়

| মঙ্গলবার , ৫ এপ্রিল, ২০২২ at ৬:৩৭ পূর্বাহ্ণ

জানুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে খেলেছিলেন ক্যারিয়ারের শেষ টেস্ট। অপেক্ষা ছিলো আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে সেটিও নিয়ে নিলেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার রস টেলর। সোমবার টেলরের বিদায়ী আন্তর্জাতিক ম্যাচে ১১৫ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে নিউজিল্যান্ড। নিজের শেষ ম্যাচে টেলর করেছেন ১৪ রান। সবমিলিয়ে ৪৫০ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৯৩ ফিফটি ও ৪০ সেঞ্চুরিতে ৪২.৭২ গড়ে ১৮ হাজার ১৯৯ রান করেছেন এ ডানহাতি মিডল অর্ডার ব্যাটার। ওয়ানডে ক্রিকেটে চার নম্বর ব্যাটিং পজিশনে টেলরের করা ৭৬৯০ রান বিশ্বরেকর্ড। এই পজিশনে তার চেয়ে বেশি রান করতে পারেনি আর কেউ।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের সালমা
পরবর্তী নিবন্ধধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর আশা মোমিনুলের