টেরীবাজার ব্যবসায়ীদের চলতি সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী। গতকাল দুপুরে টেরীবাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ মেয়রের নিকট স্মারক লিপি প্রদানকালে তিনি কথা বলেন।
মেয়র আরও বলেন, ব্যবসায়ীদের স্বার্থে টেরীবাজারে মসজিদ, গণশৌচাগার ও লাইটিংসহ যতপ্রকার সমস্যা রয়েছে তা আমি নিজে পরিদর্শনে যাব এবং সমাধানের চেষ্টা করব। এসময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি আমিনুল হক, সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক আবদুল মান্নান।
এসময় সভাপতি আমিনুল হক বলেন, কোভিড-১৯ এর লকডাউনের কারণে টেরীবাজারসহ সকল ব্যবসায়ীরা অসহায় হয়ে পড়েছে। গতবছর ২০২০ ঈদে ব্যবসায়ীরা যে ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনো কাটিয়ে উঠতে পারেনি। এখন যদি আবার লকডাউনের যাঁতাকলে জড়িয়ে দেওয়া হয় তাহলে ব্যবসায়ীদের মরণ ছাড়া কোন উপায় নেই। কারণ এবারও ব্যবসা করার লক্ষে কোটি টাকার মালামাল মজুদ করেছে। তাই আমরা চাই ব্যবসায়ীরা যেন বেচাকেনা করে অন্তত বেঁচে থাকতে পারে, কিছুটা সময় ব্যবসা করার সুযোগ দিলে ব্যবসায়ীরা কিছুটা ঋণ মুক্ত হতে পারবে।
সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বলেন, টেরীবাজার আওতাধীন যত দোকান রয়েছে সবারই বেচাকেনা হয় পবিত্র ঈদকে সামনে রেখে। এইখানে মূলত সবগুলো কাপড়ের দোকান যা পাইকারি মূল্যে ফেনী থেকে টেকনাফ পর্যন্ত ব্যবসায়ীরা এসে পাইকারি মূল্যে নিয়ে যায়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কোভিড-১৯ এর লকডাউনের ধাক্কা ২০২০ সালের ঈদে আমাদের উপর পড়েছিল সেই লোকসান এখনো ব্যবসায়ীরা শোধ করতে পারেনি। এমতাবস্থায় এবারও যদি সেই লকডাউনের ধাক্কা ব্যবসায়ীদের উপর চাপিয়ে দেওয়া হয় তাহলে মরণ ছাড়া কোন উপায় নেই ব্যবসায়ীদের। আমরা রমজানের আগে দুই একমাস ব্যবসা করি তাই টেরীবাজারকে লকডাউনের আওতামুক্ত রাখা হোক। তাও যদি সম্ভব না হয় অন্তত সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ দিলে কিছুটা ক্ষতি থেকে রক্ষা পাবে । প্রেস বিজ্ঞপ্তি।