চট্টগ্রামের ঐতিহ্যবাহী ব্যবসায়ী সংগঠন টেরীবাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫। গতকাল ৮ আগস্ট টুর্নামেন্টের ফাইনাল খেলা বিকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় আমান আলী টাওয়ার একাদশ ৩–০ গোলে সবুজ ছায়া একাদশ (জনতা মার্কেট) কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী জোনের এসি মাহফুজুল আলম, কোতোয়ালী থানার ওসি আব্দুল করিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মান্নান এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আবুল মনসুর। আয়োজনে এবং উপস্থাপনায় ছিলেন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাছির উদ্দীন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেলায়েত হোসেন, মফিজুল ইসলাম রয়েল, আহমদ হোসেন, মো. মুসা, আব্দুস সামাদ, আব্দুর রহিম,নাছির উদ্দীন চৌধুরী, মো. ফরিদুল ইসলাম, মুহাম্মদ ফরিদ উদ্দিন, মো. মহি উদ্দিন, এস.এস.এস বাহাদুর, মো. ইশতেহাদ হোসেন রাজিব, ইমরানুল হক সাইয়েদ, মো. বাকের উল্যাহ, মো. হারুনুর রশিদ, মো. ইব্রাহিম পারভেজ, মো. মামুনুর রশিদ, মুহাম্মদ দিদারুল আলম, হাফেজ মো. তাজুল ইসলাম, মোহাম্মদ নাছির উদ্দিন, মোহাম্মদ মামুনুর রশিদ মামুন, মো. জাবেদ, এবং আবু ছালেক প্রমুখ।