টেরিবাজারে দুর্গাপূজার লাইভ ভিডিও চালানোর সময় সাংবাদিকের উপর হামলা

থানায় মামলা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৭ অক্টোবর, ২০২২ at ৮:৪৭ পূর্বাহ্ণ

নগরীর টেরিবাজারে দুর্গাপূজা চলাকালীন লাইভ ভিডিও ধারণের সময় সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোতোয়ারী থানায় একটি মামলা (নং ৭) দায়ের করা হয়েছে বলে আজাদীকে নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবির। তিনি জানান, মামলায় অর্জুন বিশ্বাস, অভয় দত্ত ও ভুবন দেব নামে তিনজনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায়, গত ৪ অক্টোবর অনলাইন পোর্টাল জাগো নিউজ২৪ডটকমের ফটো সাংবাদিক বিভাষ দিক্ষিৎ বিপ্লব তার বন্ধু সাংবাদিক হায়দার আলীসহ টেরিবাজার রঘুনাথ মন্দিরে পূজা দেখতে যান। রাত একটার দিকে বিভাষ এডিটিভি নামে একটি নিউজ পোর্টালের জন্য ভিডিও দৃশ্য ধারণ করতে গেলে তার সাথে আসামিদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এজাহারভুক্ত আসামি তিনজন তাদের কয়েকজন সহযোগীসহ সাংবাদিক বিভাষ দিক্ষিৎ বিপ্লবের ওপর হামলা চালায়। একপর্যায়ে তিনি মাটিতে পড়ে গেলে তার ওপর ঝাঁপিয়ে পড়ে আসামিরা। এতে তিনি মারাত্মক আহত হন এবং তার বুকের বাম পাশের হাড় ভেঙে যায়। পরে আশেপাশের লোকজন তাকে রক্ষা করতে এগিয়ে আসেন এবং হাসপাতালে নিয়ে যান।

পূর্ববর্তী নিবন্ধএটিএম পেয়ারুল ইসলামের সমর্থনে চন্দনাইশ আ. লীগের মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধসেইভ সিইউ চ্যাপ্টারের নতুন নির্বাহী কমিটি গঠন