টেক্সিকে বাঁচাতে গিয়ে ট্রাক খাদে, আহত ৪

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ১৯ মে, ২০২৫ at ৭:৫৪ পূর্বাহ্ণ

বাঁশখালীর প্রধান সড়কে যাত্রীবাহী সিএনজিচালিত টেক্সিকে বাঁচাতে গিয়ে খাদে পড়েছে একটি ট্রাক। এ ঘটনায় ৪ জন আহত হয়। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার সাধনপুর ইউনিয়নের উত্তর বৈলগাঁও ঝিনঝি ফকির মাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিনঝি ফকির মাজার সংলগ্ন এলাকায় ট্রাক ও টেক্সি মুখোমুখি হলে ট্রাকচালক টেক্সির যাত্রীদের বাঁচাতে চেষ্টা করলে ট্রাকটি পাশের খাদে পড়ে যায়। টেক্সিটিও রাস্তার পাশে পড়ে যায়। এ সময় টেক্সির ৪ জন যাত্রী আহত হয়। ঘটনার পর স্থান ত্যাগ করাতে তাদের পরিচয় পাওয়া যায়নি।

উল্লেখ্য, বাঁশখালীর প্রধান সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। বর্তমানে সড়কে সংস্কার কাজ চলমান থাকলেও অনেক স্থানে রাস্তার দুপাশে মাটি সরে গিয়ে গর্ত হওয়াতে বিপজ্জনক অবস্থার সৃষ্টি হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচকরিয়ায় ১০ লক্ষ টাকা চাঁদা দাবি, প্রবাসীকে মারধরের অভিযোগ