টেকসই বিশ্ব গড়তে তরুণদের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য

এসডিজি ইয়ুথ ফোরামের ক্যাম্পেইনে বিভাগীয় কমিশনার

| বুধবার , ১ অক্টোবর, ২০২৫ at ১১:৪৫ পূর্বাহ্ণ

জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্টের (এসডিজি) ১৭টি লক্ষ্য তরুণদের মাঝে ছড়িয়ে দেওয়া এবং স্থানীয় পর্যায়ে তাদেরকে সক্রিয় অংশগ্রহণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এসডিজি ইয়ুথ ফোরাম আগামী ২৫ থেকে ৩১ অক্টোবর চট্টগ্রামে অনুষ্ঠিতব্য সপ্তাহব্যাপী ক্যাম্পেইনের আয়োজন করেছে। ‘এসডিজি ফেস্টিভাল অব অ্যাকশন ২০২৫’ উপলক্ষে ক্যাম্পেইনের অংশ হিসেবে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন। তিনি বলেন, যুবরাই টেকসই উন্নয়নের অগ্রদূত। দেশকে সামগ্রিকভাবে নতুন রূপে গড়ে তুলতে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। প্রত্যাশিত পরিবর্তন অর্জনের মাধ্যমে এসডিজি বাস্তবায়নে যুবশক্তির কার্যকর ভূমিকা অপরিহার্য। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ ও টেকসই বিশ্ব গড়তে তরুণদের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।

ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন যুব উদ্যোক্তা শফিকুল ইসলাম রাহী, উন্নয়ন সংগঠক বশির আহম্মদ মনি, নারী উদ্যোক্তা ফারহানা হক, উন্নয়ন কর্মী মাখনুন সুলতানা, ফোরাম সদস্য রাইহান ইসমাইল, এহতেশামুল হক, কবিতা ত্রিপুরা প্রমুখ।

সপ্তাহব্যাপী উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে সাইকেল শোভাযাত্রা, পতেঙ্গা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, পরিবেশবান্ধব ব্যাগ বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠানে সবুজ বাগান স্থাপন, চিকিৎসা ক্যাম্প, উদ্ভাবনী মেলা ও কর্মশালা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার গণশুনানি
পরবর্তী নিবন্ধজালিয়াতির মামলায় আ. লীগ নেতা কারাগারে