টেকসই উন্নয়নের জন্য দাঁড়িপাল্লার বিকল্প নেই

নির্বাচনী প্রচারণাকালে শামসুজ্জামান হেলালী

| শুক্রবার , ২৩ জানুয়ারি, ২০২৬ at ৯:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১০ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীর সমর্থনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার শুলকবহর আরকান সোসাইটি থেকে এই প্রচারণার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, চট্টগ্রাম১০ আসনের কাঙ্ক্ষিত ও টেকসই উন্নয়নের জন্য দাঁড়িপাল্লা প্রতীকের কোনো বিকল্প নেই। দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ অবহেলিত। সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত প্রশাসন, ন্যায়বিচারভিত্তিক সমাজ ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে।

পাঁচলাইশ থানা জামায়াতের আমির মাহবুবুল হাসান রুমীর সভাপতিত্বে প্রচারণা সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, এবি পার্টির চট্টগ্রাম মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম ফারুক, হালিশহর থানা আমির ফখরে জাহান সিরাজী, ডবলমুরিং থানা আমির ফারুকে আজম, খুলশী থানা আমির অধ্যাপক আলমগীর ভূঁইয়া, পাহাড়তলী থানা আমির নুরুল আলম, শ্রমিক নেতা সেলিম পটোয়ারী প্রমুখ। এই প্রচারণা আরকান সোসাইটি থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাধারণ মানুষের জন্য রাজনীতিতে এসেছি : সাঈদ আল নোমান
পরবর্তী নিবন্ধআমার নির্বাচনী এলাকায় সন্ত্রাসী থাকবে না : এরশাদ উল্লাহ