টেকনাফের ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

| মঙ্গলবার , ৮ অক্টোবর, ২০২৪ at ৯:৫৬ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফের নাফ নদের শাহপরীর দ্বীপ মোহনা থেকে পাঁচ বাংলাদেশি জেলেকে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (৭ অক্টোবর) দুপুরে তাদের ধরে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন সাবরাং ইউনিয়ন পরিষদ সদস্যরা।

অপহৃত জেলেরা হলেন টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার আবদুর রহিমের ছেলে মো. আলম (২২), আবদুল মজিদের ছেলে মো. রাসেল মিয়া (২৩) ও মো. সাইফুল মিয়া (১৭), রফিকুল ইসলামের ছেলে বোরহান উদ্দিন (১৯), চকরিয়ার খোরশেদ আলমের ছেলে মো. রাশেদ (২৪)।

সাবরাং ইউনিয়ন পরিষদ সদস্য আবদুস সালাম জানান, সোমবার ধরে নিয়ে গেলেও বিষয়টি জানাজানি হয়েছে আজ মঙ্গলবার দুপুরে।

জেলেদের পরিবারের সদস্যরা জানায়, একটি নৌকাযোগে নাফ নদে মাছ ধরতে নামলে তাদের অস্ত্রধারী আরাকান আর্মির সদস্যরা মায়ানমারের দিকে নিয়ে গেছে। বিষয়টি বিজিবিকে অবহিত করা হয়েছে।

বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ সাংবাদিকদের জানান, বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিসহ জেলে পরিবারের সদস্যরা জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে বনবিভাগের ১.৫ একর জমি উদ্ধার
পরবর্তী নিবন্ধবাড়ির পাশের পুকুরে পাড়ে খেলতে গিয়ে লাশ হলো চকরিয়ার হাবিবা