টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে ১০ কোটি টাকার আইস মাদক উদ্ধার

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ৪ মার্চ, ২০২১ at ১০:১১ পূর্বাহ্ণ

টেকনাফের জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্প থেকে ২ কেজি ক্রিস্টাল মিথাইল অ্যামফিটামিন আইস মাদক উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। উদ্ধার হওয়া এসব আইস মাদকের আনুমানিক বাজার মূল্য ১০ কোটি টাকা। বুধবার (৩ মার্চ) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো উপ অঞ্চলের সহকারী পরিচালক (এডি) মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, টেকনাফের জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্প থেকে ২ কেজি ক্রিস্টাল মিথাইল অ্যামফিটামিন আইস মাদক উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের টেকনাফ জোনের একটি দল।-বাংলানিউজ

অধিদফতরের এই কর্মকর্তা জানান, বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেল ৩টার দিকে রাজধানীর সেগুন বাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে মৃত্যুহীন দিনে আরো ৮৫ জনের করোনা পজেটিভ
পরবর্তী নিবন্ধএইচ টি ইমামের মৃত্যুতে প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির শোক