কক্সবাজারে টেকনাফের পাহাড়ে কাঠ সংগ্রহ করতে যাওয়া পাঁচজনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।
আজ বুধবার সকাল ১১ টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চাকমা পাড়া সংলগ্ন পূর্ব পাশের পাহাড়ী এলাকা থেকে তাদের অপহরণ করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন কবির এই তথ্য জানিয়েছেন।
অপহৃতরা হল, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাঠ পাড়া ও বাইন্ন্যা পাড়ার বাসিন্দা আব্দুল হকের ছেলে মারুফ উল্লাহ (১৮), মো. হাসানের ছেলে মোহাম্মদ কাইফ উল্লাহ (১৭), হামিদুল হকের ছেলে মোহাম্মদ ইসা (২৮), মৃত কালা মিয়ার ছেলে ইউসুফ উল্লাহ (৩০) এবং শফিউল আজমের ছেলে মো. আবুইয়া (২০)।
অপহৃতদের স্বজনদের বরাতে ইউপি সদস্য হুমায়ুন কবির জানান, সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মাঠ পাড়া ও বাইন্ন্যা পাড়া এলাকার ১৫ জন লোক স্থানীয় পাহাড়ে জ্বালানি কাঠ সংগ্রহে যান। এক পর্যায়ে একদল সশস্ত্র লোক তাদের মধ্যে ৫ জনকে জিম্মি করে অন্যদের ছেড়ে দেয়।
ফিরে আসা কাঠুরিয়ারা জানিয়েছেন, জিম্মি পাঁচজনের মুক্তিপণ আদায়ের শর্তে ১০ জনকে ছেড়ে দেয়। তারা ছাড়া পাওয়ার পর বাড়িতে ফিরে বিষয়টি স্বজনদের অবহিত করেছেন।
বিকাল পর্যন্ত অপহৃতদের পরিবারের অপহরণকারীরা কোনো রকম যোগাযোগ করেনি বলে জানা গেছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে টেকনাফ মডেল থানার পরিদর্শক ( তদন্ত) হিমেল রায় বলেন, বিষয়টি তিনি জনপ্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যম কর্মিদের মাধ্যমে অবহিত হয়েছেন। তবে এখন পর্যন্ত ভুক্তভোগীদের স্বজন বা কারও পরিবারের কাছ থেকে কোন ধরনের অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনার ব্যাপারে পুলিশ খোঁজ খবর নিচ্ছে এবং তাদের উদ্ধারে পুলিশের অভিযান চলছে বলে জানান তিনি।