টেকনাফের গহিন পাহাড় থেকে শিশুসহ ৩৮ জন উদ্ধার, আটক দুই

পাচারের উদ্দেশ্যে জিম্মি

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ৪ অক্টোবর, ২০২৫ at ৬:০৪ পূর্বাহ্ণ

পাচারের উদ্দেশে কক্সবাজারের টেকনাফের গহিন পাহাড়ে আটকে রাখা নারীশিশুসহ ৩৮ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। এ সময় দুই মানবপাচারকারীকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামউলহক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গহিন পাহাড়ি এলাকায় কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথ অভিযান চালায়। অভিযানে ১৮ জন নারী, ১২ জন পুরুষ ও ৮ জন শিশুসহ মোট ৩৮ জনকে পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার করা হয়। এ সময় দুই মানবপাচারকারীকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককারীরা মুক্তিপণ আদায় এবং সাগরপথে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাচারের উদ্দেশ্যে ভুক্তভোগীদের দীর্ঘদিন ধরে পাহাড়ি আস্তানায় আটকে রেখে নির্যাতন করছিল। উদ্ধারকৃত ও আটক মানবপাচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধগাজা পরিকল্পনা মেনে নিতে হামাসকে রোববার পর্যন্ত সময় দিলেন ট্রাম্প
পরবর্তী নিবন্ধচন্দনাইশে প্রেসিডেন্ট জিয়ার স্মৃতি বিজড়িত বৈঠকখানা উদ্বোধন