টেকনাফের আলোচিত অপহৃত শিশুটি মুক্তিপণে উদ্ধার

কক্সবাজার জেলা প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি, ২০২৫ at ৭:৩৬ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত শিশু মোহাম্মদ আরকান (৭)কে উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করছেন ১৪নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা রিদুয়ান। অপহৃত শিশুটি হলো, ক্যাম্প-১৯: থ্যাংখালী ব্লগ: সি-১৫ পুলিশ ক্যাম্প সংলগ্ন এলাকার আব্দুর রহমান ছেলে মোহাম্মদ আরকান।

রিদুয়ান তাঁর শিশুটি পিতার বরাত দিয়ে বলেন, গেলো ১৪ জানুয়ারি মোহাম্মদ আরকানকে রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহরণ করে টেকনাফের একটি পাহাড়ে নিয়ে যায় অপহরণকারিরা। এরপর সেখান থেকে পিতার কাছে ভিডিও বার্তা পাঠান এবং মোটা অংকের মুক্তিপণ দিয়ে তাকে গতকাল বুধবার রাতে ছাড়িয়ে আনা হয়।

তিনি আরও জানান, অপহরণকারিরা টাকা পাওয়ার পর শিশুটিকে কুতুপালং বাজারে এনে ছেড়ে দেন। সেখান থেকে তার পরিবারের তাকে বাড়িতে নিয়ে আসেন।

উল্লেখ্য : ইতোমধ্যে শিশুটির ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। সেখানে নেটিজেনরা বিভিন্ন মতামত লিখেছেন।

পূর্ববর্তী নিবন্ধচবিতে ৪ দিনের প্রতীকী জাতিসংঘ সম্মেলন শুরু
পরবর্তী নিবন্ধপটিয়া পৌর কাউন্সিলরের বাড়ির অবৈধ বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন