টেকনাফে ৮০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ১৪ জুলাই, ২০২৪ at ৬:০৮ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে ৮০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। রবিবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় এই অভিযান চালানো হয়।

আটকৃতরা হলেন, হ্নীলা মৌলভী বাজারের হাজী জানে আলমের ছেলে রবি আলম (২৭) ও একই এলাকার নাজির হোসেনের ছেলে বশির আহম্মদ (৩৫)।

র‌্যাব—১৫ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, টেকনাফের হ্নীলা মৌলভী বাজার এলাকায় জনৈক জানে আলমের বাড়িতে কতিপয় কারবারী মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালায় র‌্যাবের চৌকস একটি দল। অভিযানে পালানোর সময় দুই মাদক কারবারি রবি আলম ও নাজির হোসেনকে আটক করা হয়। পরে একটি চটের বস্তার ভিতরে রক্ষিত অবস্থায় ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বিভিন্ন কৌশলে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধ পথে মিয়ানমার থেকে সংগ্রহ করে থাকে। পরবর্তীতে বিভিন্ন জায়গায় মজুদ করে আইন—শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে মানবিক সহায়তা
পরবর্তী নিবন্ধভরাট হচ্ছে হালদা নদীর শাখা খাল