টেকনাফে ১৩ কোটি ২০ লাখ টাকার ইয়াবাসহ আটক ২

টেকনাফ প্রতিনিধি | শনিবার , ৩০ জানুয়ারি, ২০২১ at ৬:১১ পূর্বাহ্ণ

টেকনাফের হাবিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৬৩ হাজার ৯৮০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে র‌্যাব-৭। গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১৩ কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। আটককৃতরা হলেন উপজেলার বড় হাবিরপাড়া এলাকার মৃত নজির আহমদের ছেলে মো. আব্দুর রশিদ (৩৬) এবং গোদারবিল এলাকার আব্দুর রহমানের ছেলে আব্দুল হামিদ (২৬)।
র‌্যাব-৭ এর সহকারী পরিচালক, সিনিয়র এএসপি মাশকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুজনকে আটক করা হয়। পরে আব্দুর রশিদের বাড়ির পাশে একটি গাছের নিচে মাটি খুঁড়ে ১ লাখ ৩৭ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বাকি ১ লাখ ২৬ হাজার ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয় গোসলখানার স্লাবের নিচ থেকে।
র‌্যাব-৭ জানায়, জিজ্ঞাসাবাদে আটককৃতরা সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রির বিষয়টি স্বীকার করেছেন। তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআরো ১৭৭৮ রোহিঙ্গা পৌঁছেছে ভাসানচর
পরবর্তী নিবন্ধবিএনপির অর্জন কী