টেকনাফের হাবিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৬৩ হাজার ৯৮০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে র্যাব-৭। গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১৩ কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছেন র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। আটককৃতরা হলেন উপজেলার বড় হাবিরপাড়া এলাকার মৃত নজির আহমদের ছেলে মো. আব্দুর রশিদ (৩৬) এবং গোদারবিল এলাকার আব্দুর রহমানের ছেলে আব্দুল হামিদ (২৬)।
র্যাব-৭ এর সহকারী পরিচালক, সিনিয়র এএসপি মাশকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুজনকে আটক করা হয়। পরে আব্দুর রশিদের বাড়ির পাশে একটি গাছের নিচে মাটি খুঁড়ে ১ লাখ ৩৭ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বাকি ১ লাখ ২৬ হাজার ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয় গোসলখানার স্লাবের নিচ থেকে।
র্যাব-৭ জানায়, জিজ্ঞাসাবাদে আটককৃতরা সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রির বিষয়টি স্বীকার করেছেন। তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।