কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা জাদিমোরা এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি আইসসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। উদ্ধারকৃত আইসের মূল্য দশ কোটি টাকা বলে র্যাব জানিয়েছে।
গ্রেফতারকৃত হলো- টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা (জিঞ্জিরাপাড়া) গ্রামের মৃত নজির আহমদের পুত্র
খাইরুল বশর (৩২)। আটককৃতকে সন্ধ্যায় টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
বুধবার (১৭ জানুয়ারি) সকাল দশটার সময় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা বাজারের শেল্টার এন্ড সাইট ডেভেলপমেন্ট ইউনিটের সামনে এ অভিযান চালানো হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি আরো বলেন, ধৃত আসামির বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি পার্শ্ববর্তী দেশ হতে মাদক চোরাচালানের সাথে সম্পৃক্ততার বিষয়ে তথ্য প্রদানসহ পার্শ্ববর্তী দেশের মাদক চোরাচালান চক্রের যোগসাজসে দেশে অবৈধ মাদক আইস চোরাকারবারির সাথে সে জড়িত বলে স্বীকার করে।
সে টেকনাফ এলাকার একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী এবং দীর্ঘ দিন যাবৎ মাদক চোরাচালানের সাথে জড়িত।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী পার্শ্ববর্তী দেশের মাদক সিন্ডিকেটের সাথে সার্বিক সমন্বয় সাধনের মাধ্যমে আইসের চালান বাংলাদেশে নিয়ে আসে এবং এই সকল মাদকের চালান বিভিন্ন উপায়ে এজেন্টদের মাধ্যমে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেয় বলে জানা যায়।